Respected Lecturer's of Physics

অমিত মোদক
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববদ্যালয় (BUET)

 

স্বপ্ন ছিল বুয়েটে পড়ার আর সেখান থেকেই গল্পের শুরু।
সে লক্ষ্যে পৌঁছার জন্য হয়তো পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য্য এই শব্দগুলোর সাথে আরেকটি শব্দ যোগ হবে, তা হলো - তুমি যা পেতে চাও তাকে মন থেকে ভালবাসো।
ভালোবাসাটা শুধু বইয়ের কালো অক্ষরেই সীমাবদ্ধ করে রেখো না, প্রকৃতিকে ভালোবাসো , প্রকৃতি-ই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

আসিফ আল বায়েস রাহি
এম.এ শাদাব সিদ্দিকী
বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(CUET)

 

ছোটবেলা থেকেই বাসার সব খেলনা গাড়ি খুলে খুলে দেখতাম কি আছে ভিতরে।সেই কৌতুহলই হয়ত আজ আমাকে Chittagong University of Engineering and Technology Mechanical Engineering এর কাঠগোড়ায় নিয়ে গেছে।
আর এই স্বপ্নপূরণের সাথী ছিলো ভালোবাসার কেন্দ্রবিন্দু।

সৌরদীপ সাহা
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
নটরডেম কলেজ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববদ্যালয় (BUET)

 

ভালো ছাত্র আর খুব ভালো ছত্রের মধ্যে পার্থক্য গড়ে দেয় যে জিনিসটা,সেটা হলো Dedication.এই একটা জিনিস নিয়ে এগিয়ে গেলে আর নিজের সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।
স্কুল জীবনে কখনই সেই খুব ভালো ছাত্রদের কাতারে ছিলাম না।মাধ্যমিকের আগে কখনো বৃত্তি পাওয়ার মতো সাফল্যের অর্জনও ছিলো না। তারপর কলেজ জীবনের অভিজ্ঞতাটুকু ছিলো ভালো খারাপ মিলিয়ে।ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়টাকে যতটা পারি কাজে লাগিয়েছি।আর তারপর এখন বিশ্ববিদ্যালয় জীবন!!!
এখন পর্যন্ত জীবনের কাছে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এটাই যে,যেকোনো সময়,যেকোনো দিন নিজের অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব ,জীবনটাকে পাল্টে দেওয়া সম্ভব।শুধু দরকার নিজের লক্ষ্যের প্রতি Dedication আর ধৈর্য নিয়ে এগিয়ে যাওইয়া।