Respected Lecturer's of Biology
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
নটরডেম কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়(DU)
উপজেলা শহর আখাউড়া এর একটি প্রাথমিক বিদ্যালয় উত্তীর্ণ করার পর স্বপ্ন ছিল জেলা শহরের সেরা বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এ অধ্যয়ণ করার।
সেই প্রাণের স্কুল থেকে আবারও স্বপ্ন দেশের সেরা নটর ডেম কলেজ এ পড়ার। সেখান থেকে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এভাবেই একটি একটি করে স্বপ্নের শিড়িতে পা দিয়ে আমি জীবনপথে এগিয়ে এসেছি,
আরও অনেকদূর এগিয়ে যাওয়া বাকি।
দোয়া প্রার্থী সবার
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।
ঢাকা মেডিকেল কলেজ(DMC)
একটি নির্দিষ্ট লক্ষ্যকে অবশ্যই ইচ্ছা ও পরিশ্রম দিয়ে বাস্তবায়িত করা সম্ভব।সেই পরিশ্রম ও চেষ্টা দিয়ে
ও সময়কে কাজে লাগিয়ে সৃষ্টিকর্তার কৃপায় আমার স্বপ্নের জায়গায় সুযোগ পেয়েছি। হতাশ না হয়ে নিজের উপর আত্মবিশ্বাস রেখেছি।
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়(SUST)
স্কুলে থাকাকালীন কখনো মাথায় চিন্তা আসে নি কোথায় পড়বো,কি করবো।পড়তে হতো তাই পড়তাম।স্কুল লাইফ শেষ করার পর অনেকটা
অপ্রত্যাশিতভাবেই পড়ার সুযোগ পাই নটরডেম কলেজে।কলেজে দুইবছর রেজাল্ট ভালো ছিলো,তাই আশাও ছিলো আকাশচুম্বী।অনেক আশা নিয়ে
এইচ.এস.সি পরীক্ষা দেয়ার পর নামতে হয় এডমিশন যুদ্ধে।কিন্তু এইচ.এস.সি পরীক্ষায় গোল্ডেন না আশায় অনেকটাই ভেঙে পড়ি।কিন্তু যেটা শুরু করেছি,সেটা তো শেষ করতে হবে।
এই বিশ্বাস নিয়েই পথটা পাড়ি দিলাম।তার ফলাফল হিসেবে আজ আমার ঠিকানায় পৌছানো।